হিবজুর রাহমান বড়ভূইয়ার প্রতিবেদন, গণআওয়াজ : তারাপুর অসমীয়া বস্তির নেতাজি নগরের বাসিন্দা মিনাল বর্মন নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে উঠে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয় চত্বর।
নেতাজিনগর এলাকার প্রায় অর্ধশতাধিক জনতা কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো মিনালের অভাবাবিক মৃত্যুর সঠিক তদন্ত এবং দুষির কঠোর শাস্তির দাবীতে স্লোগান দেন।
জানা গেছে মিনাল বর্মন গত বুধবার রাত সাড়ে নটায় নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
এদিকে রবিবার কাঁটাখাল নদীতে নিখোঁজ মিনালের মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের মানুষকে খবর দেন।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেয়।
আজ মিনাল বর্মনকে হত্যার অভিযোগে এনে নেতাজি নগরের বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল রেলী করে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে আসেন। তারা এই হত্যাকাণ্ডের উপযুক্ত তদন্ত এবং দুষিদের কঠোর শাস্তির দাবী জানান।