শিলচর, ২৩ সেপ্টেম্বর : কাছাড় জেলার উধারবন্দে হরিণ হত্যা করার ঘটনা প্রকাশ্যে এল শনিবার।
এদিন উধারবন্দের মধুরা থেকে হরিণের মাংস সহ প্রজিত জারমবাসু নামে এক ব্যক্তিকে আটক করে বন বিভাগ।
জানা গেছে, সংরক্ষিত বড়াইল বনাঞ্চল থেকে হরিণ শিকার করে বিক্রির উদ্দেশে মাংস নিয়ে আসছিল প্রজিত।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুরায় অভিযান চালিয়ে কুড়ি কিলোগ্ৰাম হরিণের মাংস সহ প্রজিতকে পাকড়াও করেন বন বিভাগের কর্মীরা।
এনিয়ে বন বিভাগের উধারবন্দ কার্যালয়ের রেঞ্জার অরবিন্দ ডেকা বলেন, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে এক ব্যক্তি বড়াইল সংলগ্ন তাপাবস্তি এলাকা থেকে বিক্রির উদ্দেশে হরিণের মাংস নিয়ে আসছে।
এই খবরের ভিত্তিতে বন বিভাগের মধুরা বিট অফিসের কর্মীরা অভিযান চালিয়ে প্রায় কুড়ি কেজি হরিণের মাংস সহ প্রজিত নামের এক ব্যক্তিকে আটক করেন।
উদ্ধার হওয়া মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং প্রজিতকে আদালতে তোলা হবে বলে জানান ডেকা।