বিহার পুলিশ গ্রেফতার করল গালওয়ান সংঘর্ষে শহীদ সৈনিকের বাবাকে!!
পাটনা, ২৮ ফেব্রুয়ারি : বিহারের বৈশালী জেলার একটি গ্রামে ২০২০ চীনের গালওয়ান সংঘর্ষে নিহত সৈনিক জয় কিশোর সিংয়ের পিতাকে অবৈধভাবে ছেলের স্মৃতিসৌধ নির্মাণ করার অভিযোগে বিহার পুলিশ গ্রেপ্তার করেছে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শনিবার রাতে ওই ব্যক্তিকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে থানায়। পরিবারের অভিযোগ, পুলিশ তাকে মারধরও করেছে।
এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, সৈনিকের বাবার বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে।
দলিত গ্রামবাসী বিহার পুলিশে চীনের গালওয়ান সংঘর্ষের সময় নিহত সৈনিকের পিতা বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ এনে এফআইার করে।
পুলিশ নিহত সৈনিকের পিতাকে ১৫ দিনের মধ্যে স্মৃতিসৌধ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শহীদ জয় কিশোর সিংয়ের ভাই নন্দ কিশোর সিং অভিযোগ করেছেন, পুলিশ বাড়িতে এসে আমার বাবাকে মারধর ও গালিগালাজ করে তুলে নিয়ে যায়।
এদিকে স্মৃতিসৌধের বিরোধিতা করে অভিযোগকারী করেছে, যে স্মৃতিসৌধ সরকারি জমিতে নির্মিত হয়েছে তা তার সম্পত্তিতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।