বারাণসী ক্যান্ট স্টেশনে নগদ এক কোটি টাকা সহ ঝাড়খণ্ডের দুই যুবক গ্রেফতার

Spread the love

বারাণসী, ৭ মার্চ : সোমবার রাতে ক্যান্ট রেলস্টেশনে নগদ এক কোটি টাকা সহ ঝাড়খণ্ডের দুই যুবককে আটক করেছে জিআরপি।

জিজ্ঞাসাবাদে ওই দুই যুবকই টাকা সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। জিআরপি-র খবরে আসা আয়কর কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।

সোমবার রাতে হোলিকে সামনে রেখে ক্যান্ট রেলস্টেশনে তল্লাশি অভিযান চালানো হয়। দেরাদুন এক্সপ্রেসে চড়তে স্টেশনে পৌঁছ দুজন।

জিআরপির সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাদের মধ্যে একজন পুলিশকে উত্যক্ত করার চেষ্টাও করে।

পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

উভয় যুবককে তল্লাশি করা হলে তাদের ব্যাগ থেকে ২.৫ লাখ টাকার ৪০টি বান্ডিলে ৫০লাখ টাকা পাওয়া যায়।

জিআরপি ইন্সপেক্টর হেমন্ত কুমার সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে যুবকরা বলেছে যে দুজনেই ঝাড়খণ্ডের খাতু শ্যাম ট্রেডার্সের কাছ থেকে টাকা সংগ্রহ করতে বেনারসে এসেছিল।

এখানে তাকে এই টাকা নিতে হয়েছে কোনো এক ব্যক্তির কাছ থেকে। মালদহিয়ায় ওই ব্যক্তি তাকে এই টাকা দেন।

জিআরপির হাতে ধরা পড়ার খবরে আয়কর দফতরের দল জিআরপি থানায় পৌঁছে দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে।

সিও জিআরপি কুনওয়ার প্রতাপ সিং জানিয়েছেন, ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম সুবোধ কুমার চৌধুরী এবং অন্য যুবক অভিষেক কুমার সিনহা বলে জানিয়েছেন।

দুজনেই ধানবাদের বাসিন্দা। টাকা সংক্রান্ত নথি চাওয়া হলে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এর পরে আয়কর দফতরের আধিকারিক সমীর কুমার শ্রীবাস্তব এবং দিলীপ কুমার শ্রীবাস্তবকে এর তথ্য দেওয়া হয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token