বড়রামপুর জিপির প্রাক্তন সভাপতির উপর প্রাণঘাতী হামলার এক মাস অতিক্রান্ত

Spread the love

আসামী গ্রেফতারে পুলিশি ব্যর্থতার অভিযোগ বিজেপির!

অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা, ৮ মার্চ : বড়খলা বড়রামপুর জিপির প্রাক্তন সভাপতির উপর প্রাণঘাতী  হামলার আসামীদের ধরতে ব্যর্থ হয়েছে বড়খলা পুলিশ।

এই অভিযোগ রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি কর্মীদের।  

গত ৯ ফেব্রুয়ারি রাত বড়খলার বালাছড়া টোল গেট কর্মীদের প্রাণঘাতী আক্রমনে গুরত্বর আহত প্রাক্তন জিপি সভাপতি বিশ্বজিৎ বর্মন।

কিন্তু দীর্ঘ এক মাসেও আসামী ধরতে ব্যর্থ হয়েছে ওসি মনমোহন রাউত-এর বড়খলা থানার পুলিশ।

মঙ্গলবার বড়খলা বিজয়পুর বিজেপি মণ্ডল কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলেধরে ক্ষোভ উঘরে দেন বড়খলা বিজেপি নেতৃত্ব।

তারা বলেন, চার বছর আগে একইভাবে দুষ্কৃতিদের গুলিতে নিহত হন হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাস। কিন্তু, খুনিদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে পুলিশ প্রসাশন।

একইভাবে একমাসের মধ্যে বড়রামপুর জিপির প্রাক্তন জিপি সভাপতির উপর প্রাণঘাতী হামলাকারীকেও ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ।

আসামী না ধরার পেছনে বড়খলা থানার ওসির কালো কোন ছায়া লুকিয়ে থাকার আশংকা করা হচ্ছে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলেই পুলিশি উদাসীনতায় এবং ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস অভিযোগ করেছেন, পুলিশ ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদেরকে আড়াল করছে এবং নিরীহ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করছে।

তিনি দিন কয়েক আগে বড়খলা বাজারের প্রতিষ্টিত ব্যবসায়ী শুভ দাস নামের এক যুবকে রাত ১টায় তার বাড়ীর দেওয়াল ডিঙ্গিঁয়ে ঘুম থেকে তুলে থানায় নিয়ে আসার উদাহরণ তুলে ধরেন।

অজিত দাস প্রশ্ন তুলেন, পুলিশ যদি এতই বাহাদুর হয় তবে কেন হাতিছড়া জিপির সভাপতি সুখেন্দু দাস হত্যার চার বছর পরও আসামী গ্রেফতার করতে ব্যর্থ?

কেন বালাছড়া টোল গেটের কর্ম্মীদের প্রাণঘাতী হামলা গুরত্বর আহত জিপি সভাপতি বিশ্বজিৎ বর্মনের আসামীদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ?

সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্টকরে দেন, এসব ঘটনায় জনগণ পুলিশের উপর থেকে আস্থা হারাচ্ছেন। জনগণের ধরজ্যের সীমা অতিক্রম করেছে।

বড়খলা বিজেপি কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে হুশিয়ারি দেওয়া হয়।

এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে টোল গেটের অবৈধ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন কল্লোলজিৎ চক্রবর্ত্তী।

কল্লোলজিৎ গুরত্বর অভিযোগ করে বলেন, জিপি সভাপতির উপর টোল গেট কর্মীরা যখন হামলা করেছে, সেই সময় বড়খলা থানার কনেষ্টবলরা অন ডিউটিতে ছিল।

বড়খলা বিজেপি মণ্ডল সভাপতি অরিন্দম নাথ বড়খলা পুলিশের এধরেন জঘন্য আচরণে ধিক্কার জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token