শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর, ১৩ এপ্রিল : রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার উদ্যোগে পাঁচদিন থেকে চলছে করুনা রায় স্মৃতি গ্রীষ্মকালীন ফুটবল প্রশিক্ষন শিবির।
শিবির শুরু হয় গত নয় এপ্রিল। শিবিরে মোট একশত অষ্টআশী জন প্রশিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে বিয়াল্লিশ জন মহিলা ফুটবলার রয়েছেন।
আণ্ডার থার্টিন, আণ্ডার সিক্সটিন, ওভার সিক্সটিন এবং মহিলা, মোট চারটি এইজ গ্রুপে চলছে প্রশিক্ষন।
বাহাত্তর জন প্রশিক্ষার্থীর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে ক্রীড়া সংস্থা। বাকিরা নিজেদের বাড়িতে থেকে প্রশিক্ষন দিচ্ছেন।
পাঁচদিনের শিবির শেষে বৃহস্পতিবারে অষ্টআশী জন প্রশিক্ষার্থীকে ছাঁটাই করা হয়েছে। আগামী দশদিন একশত জনকে নিয়ে চলবে প্রশিক্ষন শিবির।
প্রশিক্ষন দিচ্ছেন এএফসি’র সি-লাইসেন্স প্রাপ্ত কোচ বাবু সিং।
রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সচিব সৈকত দত্ত চৌধুরী বৃহস্পতিবার প্রশিক্ষন শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, যাদেরকে পাঁচদিনের প্রশিক্ষন শেষে ছাটাই করা হয়েছে তাদেরকে আগামীদিনে যখন আবার শিবির হবে তখন এদেরকে ডাকা হবে।
আগামী দশদিন চলবে একশত জনের প্রশিক্ষন, জানান সংস্থার মূল উদ্দেশ্য হলো এলাকার ফুটবলের মান উন্নয়ন এবং নতুন ফুটবলার তৈরি করা।
শিবিরকে সফলভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা কামনাও করেন তিনি। কোচ বাবু সিং বলেন, শিবিরে খুবই ভালো সাড়া মিলেছে এবং অনেক প্রতিভার সন্ধান পেয়েছেন।
আগামীদিনে হয়ত এদের মধ্য থেকে কেউ রাজ্য কিংবা জাতীয় দলে খেলতে পারে। তিনি ক্রীড়া সংস্থার এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।