চামেলা বাজারের ব্যবসায়ী বাপ্পী পালের প্রচেষ্টায় ধরা পড়ল রাতের ঘুম হরণকারী চুর!

Spread the love

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত চামেলা বাজারে নিশি কুটুম্বদের ঘনঘন চুরির ঘটনায় নাজেহাল এলাকাবাসী।

পুলিশ প্রশাসনের লাগাতার টহলদারির পরও এলাকায় চুরি কান্ড ঘটেই চলছে।

চামেলা বাজার এলাকার ব্যবসায়ী বাপ্পন পাল ও বাপ্পী পালের দোকানে ঘনঘন কয়েকবার চুরির ঘটনা ঘটায় বাপ্পন পালের ছোটভাই বাপ্পী পাল চুর ধরতে কয়েকদিন থেকে রাতে দোকানের ভিতরেই ঘুমোতেন।

আর সেই পরিশ্রম সোমবার গভীর রাতে কাজে লেগে যায়।

সোমবার গভীর রাতে সেই চোর চুরির উদ্দেশ্যে বাপ্পী পালের দোকানে প্রবেশ করে এবং দুজনের মধ্যে ধস্তাধস্তির মধ্যে চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

সেই ঘটনা সম্পর্কে চামেলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শান্তনু দাসকে জানালে তিনি সাথে সাথেই রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনকে অবগত করান।

এরপর রামকৃষ্ণ থানার পুলিশ চোরকে খোঁজে বেরকরে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানাযায়।

শান্তনু দাস জানান নোয়াটিলা গ্রামের ইয়াফুস আলীর ছেলে আই নামের ওই চোর চামেলা বাজার সহ গ্ৰামের আনাচে কানাচে অনেকবার চুরি কান্ডে জড়িত রয়েছে।

শান্তনু দাস সহ ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের ভুমিকায় সন্তুষ্টি প্রকাশ করে জানান যে, এইধরনের চুরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক যাহাতে আর কখনো এধরনের কাজে লিপ্ত না হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token