পাতিয়ালা জিপি সিএম ভিজিল্যান্সের দায়সারা তদন্ত, দুর্নীতিবাজদের ছাড় দেওয়ার অভিযোগ!

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : কুচক্রের অভিসন্ধিতে পাতিয়ালা জিপির দুর্নীতির তদন্তে আসা সিএম ভিজিল্যান্সকে বিভ্রান্ত করা হয়েছে৷

হিতাধিকারীদের জিজ্ঞেস না করে হাস্যকর ভাবে দায়সারা তদন্ত করে গেছেন সিএম ভিজিল্যান্স কর্মকর্তারা৷

সোশ্যাল মিডিয়ায় সংবাদ ভাইরাল হওয়ার পর ওয়ার্ডের প্রায় পাঁচশতাধিক জনগণকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রেখফুল বিবি, সজ্জাদআলি, তসর আলিও আমির উদ্দিনরা এই অভিযোগ তুলেন৷

তারা নিজেদের অর্ধনির্মিত পিএমএওয়াই ঘরের যাবতীয় তথ্য তুলে ধরেন৷

পাতিয়ালা জিপি দুল্লভছড়া উন্নয়ণ খণ্ডের অন্তর্গত একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা৷

তাদের অভিযোগ জিপির ৬নং ওয়ার্ড সদস্য জয়রুল উদ্দিন ও মণ্ডল সভাপতি আলিম উদ্দিনকে কোন টাসা করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে৷

এরই বহিঃপ্রকাশ হিসাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ ভাইরাল হয়, এতে দেখা যায় অন্য জিপির লোকদের নাম নাকি হিতাধিকারী তালিকায় রয়েছে৷

পাতিয়ালি জিপির ৬নং ওয়ার্ডে পিএমএওয়াই নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে৷ সংবাদ ভাইরাল হওয়ার পর রিতিমতো হৈচৈ পড়ে যায় জিপির ৬নং ওয়ার্ডে৷

তার প্রতিবাদে ২৭ জুন রেখ-ফুল বিবি, সজ্জাদ আলি, তসর আলি ও আমির উদ্দিনরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন৷

এদিন ৬নং ওয়ার্ডের জনগণ বাঁধভাঙা জোয়ারের মতো এসে সংবাদ সম্মেলনে উপস্থিত হন৷

তারা উল্লেখিত সংবাদকে মিথ্যা এবং উদ্যেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে বলেন, স্বার্থ সিদ্ধি না হওয়ায় একটি চক্র অপপ্রচার চালাচ্ছে৷ এই অপপ্রচার কারিদের কঠোর হুশিয়ারী প্রদান করা হয়৷

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token