স্বপন পাল
দার্জিলিং : দার্জিলিং পাহাড় এখন উৎসবে মুখরিত এই শারদীয়া দুর্গোৎসবে। দার্জিলিং পাহাড়ের নেপালি সম্প্রদায়ের মানুষদের নিজস্ব উৎসব দশই।
এই উৎসব শুরু হয় ফুলপাতি নামক একটি শোভাযাত্রার মাধ্যমে।

এই শোভাযাত্রায় নেপালি সম্প্রদায়ের নিজস্ব বেশভূষা যেমন থাকে তেমনি মুখোশ পরে এই শোভাযাত্রায় অংশ নেন দূর দূরান্ত থেকে আসা নেপালি সম্প্রদায়ের মানুষরা।
শহর পরিক্রমা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পাহাড়ের বসবাসকারী সব সম্প্রদায়ের সঙ্গে। আজ সকালে দার্জিলিং, মিরিক এবং অন্যান্য স্থানে এই শোভাযাত্রা বার হয় বিভিন্ন স্থানে।