গণআওয়াজ : দ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম (JAFA) আজ 2023-24 সালের জাফা অ্যাচিভার অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
বিভিন্ন বিভাগে জাফা অ্যাচিভার অ্যাওয়ার্ড 2023-24 বিজয়ীরা হলেন সাংবাদিকতা বিভাগে পরম প্রকাশ গগৈ (অসমীয়া প্রতিদিন), দিগন্ত ডেকা (দৈনিক জন্মভূমি), সঞ্জীব কলিতা (দৈনিক পূর্বদিন), রানা ডেকা (এন কে টিভি), মমতা মিশ্র (আসাম ট্রিবিউন)।
ফটো জার্নালিজম ক্যাটাগরিতে আব্দুল সাজিদ (ইউবি ফটো), ভিডিও সাংবাদিকতা বিভাগে কুমার নৃপেন্দ্র রাজবংশী (নিউজ 18 আসাম উত্তর পূর্ব), নিউজ অ্যাঙ্কর ক্যাটাগরিতে, মঞ্জুশ্রী কলিতা (সংবাদ লাইভ)।
ক্রীড়া সাংবাদিকতা বিভাগে সুবোধ মোল্লা বড়ুয়া (দৈনিক আসাম), বেস্ট স্কুল অফ জার্নালিজম ক্যাটাগরিতে ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ গুয়াহাটি।
পুলিশ সার্ভিস বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য নিতুল গগৈ (আইজিপি, অ্যাডমিন, আসাম পুলিশ), ডায়নামিক ইয়ুথ লিডারশিপ ক্যাটাগরিতে গীতার্থ গোস্বামী (সদস্য সচিব, SLAC)।
চিকিৎসা সেবা বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য হেলথ সিটি হাসপাতাল, গুয়াহাটি, অনুপ্রেরণামূলক শিক্ষাবিদ বিভাগে রঞ্জিত ডেকা (অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক, আনন্দরাম বড়ুয়া একাডেমী পাঠশালা)।
অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব বিভাগে আকান শইকিয়া (সমাজকর্মী ও উদ্যোক্তা), সমাজসেবা বিভাগে মহাজন সিআর (সমাজকর্মী), সোশ্যাল ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে সময় গগৈ (ইউটিউবার)।
জনপ্রিয় গায়ক বিভাগে পাপরি গগই, উদ্যোক্তা বিভাগে নিপুল কলিতা (উদ্যোক্তা) যুব অ্যাক্টিভিসিট বিভাগে, বিদ্যুৎ বিকাশ বৈশ্য (তরুণ রাজনীতিবিদ)।
৬ জানুয়ারি দিসপুর লাস্ট গেটে গণপূর্ত বিভাগের হলরুমে আয়োজিত একটি অনুষ্ঠানে জাফা অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানটি রাজ্যের অন্যান্য সমাজকর্মী, ডাক্তার, ছাত্র নেতা এবং রাজনীতিবিদদেরও সম্মানিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত শর্মা, রিকেশ আগরওয়াল, নুরুল হক চৌধুরী, প্রশান্ত ইন্তি, যোগেশ তামুলী, ডাঃ নিতুল দাস, ঋষিকেশ কলিতা, জেঠমল মালো প্রমুখ।
জাফা কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিদ্বীপ চৌধুরী, মহাসচিব কুঞ্জ মোহন রায়, কার্যনির্বাহী সভাপতি পঙ্কজ ডেকা এবং প্রধান সাংগঠনিক সম্পাদক কুশল শইকিয়া এক বিবৃতিতে জাফা অ্যাচিভার অ্যাওয়ার্ড ঘোষণা করেন। জাফা একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের 21 জন গ্রামীণ সাংবাদিককেও সম্মানিত করবে।