কৈলাশহর প্রতিনিধির রিপোর্ট, গণআওয়াজ : গাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেলে কৈলাশহর থানার পুলিশ।
রবিবার ভোররাতে ডেপুটি এসপি ফিরোজ মিয়া দলবল সহ কৈলাশহর কামরাঙ্গাবাড়ি এলাকায় টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক অ্যাম্বুলেন্স তার নজরে আসে।
তিনি এই অ্যাম্বুলেন্সের পিছু ধাওয়া করলে চালক গাড়িটি রেখে পালিয়ে চলে যায়।
পরে এই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৩টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা।
সেই গাঁজার প্যাকেটগুলি পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
কিন্তু ফিরোজ মিয়ার প্রচেষ্টায় তা ব্যর্থ হয় এবং এই গাজার প্যাকেটগুলিকে কৈলাশহর থানায় নিয়ে যাওয়া হয়।
গাড়িটিও কৈলাশহর থানার পুলিশ হেফাজতে নিয়েছে। গাঁজা পাচারকারীরা গাড়িটিকে ভুয়া এম্বুলেন্স বানিয়ে ব্যবহার করে আসছে।
গাড়ির ভেতর থেকে আরও তিনটি ভুয়া নাম্বার প্লেটও উদ্ধার করা হয়, সন্দেহ করা হচ্ছে বিভিন্ন সময় সেই নাম্বার প্লেটগুলি বদল করা হত।
পুলিশ পাচার কান্ডের জড়িতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, কৈলাশহর পুলিশ এই প্রথমবার গাঁজা বিরোধী অভিযানে এতবড় সাফল্য পেয়েছে।
আগামী দিনেও তাদের গাজা বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে।