স্বপন পাল, শিলিগুড়ি দার্জিলিং : দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচন সমাপ্ত হয়েছে সবেমাত্র, অর্থাৎ ২৬ এপ্রিল।
এরইমধ্যেই মাটিগাড়ার কলাইবস্তি এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ রবিবার সকাল থেকেই এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের বিজেপি না করার হুমকি দিতে শুরু করে।
এরপর বিজেপি কর্মীরা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে।
এরপর গতকাল সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের উপর চড়াও হয়।
বাড়ির মহিলা সহ এই ঘটনায় ৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন।
তাদের মাটিগাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
শিলিগুড়ির এই ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘন্টার মাটিগাড়া এলাকা বন্ধের ডাক দেয় বিজেপি।
সকাল থেকে মাটিগাড়া এলাকা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকরা দোকানপাট বন্ধ করার চেষ্টা করে।
পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখায়। এদিন খাপরাইল মোড় থেকে মাটিগাড়া থানা পর্যন্ত একটি মিছিল করে থানার সামনে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।