শিলাপাথরে শ’য়ে শ’য়ে বিজেপি কর্মী-সমর্থকের তৃনমূল কংগ্রেসে যোগদান
শম্ভু দাস, শিলাপাথর : সাংসদ প্ৰদান বড়ুয়া ও বিধায়ক ভুবন পেগুর ঘর থেকে শুরু হয়েছে বিজেপিতে এই ভাঙ্গন।
রিপুন বড়ার উপস্থিতিতে বিজেপি কর্মী সহ শত শত লোক যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে।
শিলাপাথর মজবরারী রাস মন্দিরে চিচিবরগাঁও ব্লক তৃণমূল কংগ্ৰেসের উদ্যোগে এক বৃহৎ যোগদান সভার আয়োজন করা হয়।
তৃণমূল কংগ্ৰেসের নীতির প্রতি আকৃষ্ট হয়ে বিজেপি সহ অন্যান্য দলের শত শো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
প্রদেশ সভাপতি রিপুন বরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃনমূল কংগ্রেস সমাজের গরীব-দুঃখী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে কাজ করে আসছে।
এই দল বিলাসী জীবন যাপন করা মানুষের জন্য নয় বলে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের তীব্ৰ সমালোচনা করেন রিপুন।
আসন্ন নির্বাচনে বিটিআর এবং পঞ্চায়েত দখলের লক্ষ্যে তৃণমূল কংগ্ৰেস কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। সাংসদ প্ৰদান বড়ুয়া ও বিধায়ক ভুবন পেগুর ঘরে এই ভাঙ্গন আগন্তুক ছাব্বিশের বিধানসভা নিৰ্বাচনে প্ৰভাব বিস্তার করবে বলে আশাবাদী টিএমসি।