প্রীতম নাথ, গণআওয়াজ ধলাই : ধলাইর সামাজিক সংগঠন মাতৃভূমি আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হলো আজ।
খেলায় পাওয়া এফসি এবং পানিসাগর মোকাম এফসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
খেলা শুরু হয় বিকেল চারটেয়।
প্রথমার্ধে পানিসাগর মোকাম এফসিকে পিছনে ফেলে পাওয়া এফসি অনেকটাই এগিয়ে থাকে।
কিন্তু কিছুক্ষণের মধ্যে পানিসাগর ঘুরে দাড়ায় এবং দু’দলই নিজেদের আধিপত্য বজায় রাখতে উঠেপড়ে লাগে।
তবে নাছুড়বান্দা পাওয়া এফসি আরেকটি গোল করার চেষ্টা করলে পানিসাগর মোকাম এফসি বিপক্ষকে প্রতিহত করে ম্যাচটিকে ড্রো করার চেষ্টা করে।
তবে চেষ্টার পরও খেলার দ্বিতিয়ার্ধে পানিসাগর মোকাম এফসি ম্যাচটিকে নিজেদের দখলে রাখতে ব্যর্থ হয়।
খেলা শেষে পাওয়া এফসি পানিসাগর মোকাম এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা হন পাওয়া এফসির জার্সি শান বর্মন। তার হাতে খেলার সেরা খেলোয়াড়ের পুরষ্কার তুলে দেন যুব সমাজ সেবী পৃথীশ চন্দ্র দাস।