গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরে শিনা বড়াকে দেখেছেন ইন্দ্রাণী? আদালতের সিসিটিভি ফুটেজ তলব!

Spread the love

গুয়াহাটি, ১৩ জানুয়ারি : আসামের গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরের কর্তৃপক্ষকে ৫ জানুয়ারী সকাল ৫:৩০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নিরাপত্তা চেক থেকে সিসিটিভি ফুটেজ জমা দিতে বলেছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত।

প্রাক্তন মিডিয়া এক্সিকিউটিভ ইন্দ্রাণী মুখার্জি আদালতে আবেদন করেছেন যে, আসামের গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরে দুই আইনজীবী শিনা বড়ার মতো একজন মহিলাকে দেখেছেন। এরপরই মুম্বাইয়ের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য যে, ২০১২ সালে তার মেয়ে শিনা বড়াকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ইন্দ্রাণী মুখার্জি।

আদালতের সামনে একটি উত্তর দাখিল করে সিবিআই বলেছে যে দাবিটির তদন্ত করার প্রয়োজন নেই, কারন ইন্দ্রানীর ড্রাইভার শ্যামবর রাইও এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

যাইহোক, আদালত বলেছে যে ইন্দ্রাণী মুখার্জিকে এই বিষয়ে একটি সুযোগ দেওয়া দরকার এবং পরবর্তী শুনানির আগে কর্তৃপক্ষকে আদেশটি মেনে চলার নির্দেশ দিয়েছে।

২০১২ সালের এপ্রিল মাসে ইন্দ্রাণী মুখার্জি তার তৎকালীন ড্রাইভার শ্যামবর রাই এবং প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না একটি গাড়িতে শিনা বড়াকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এরপর মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জঙ্গলে শিনা বড়ার মৃতদেহ পুড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token