মণিপুরে ১০ কোটি টাকা মূল্যের সন্দেহভাজন ব্রাউন সুগার জব্দ, গ্রেফতার মহিলা!

Spread the love

ইম্ফল, ১১ ফেব্রুয়ারি : মণিপুর-মায়ানমার সীমান্ত এলাকা থেকে নিজের গাড়ি করে মাদক পাচার করার সময় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

ওই মহিলার কাছ থেকে ৫.১১৫কেজি ব্রাউন সুগার জব্দ করা হয়েছে যার বাজার মুল্য ১০ কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে।

চুরাচাঁদপুর জেলার পুলিশ সুপার শ্রীবানন্দ সুরভে বলেছেন, মণিপুরের সুগনু-চুরাচাঁদপুর সড়ক ধরে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে বলে সীমান্তের ওপার থেকে খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা নজরদারি অভিযান চালায়।

পুলিশ অফিসার জানিয়েছেন অভিযানের সময় ভাহোইহলহিং বাইট (৪১)-এর গাড়িতে তল্লাসি চালিয়ে বাজেয়াপ্ত নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় এবং ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান ৫.১১৫কেজি ওজনের এই ব্রাউন সুগার  ৪৪০ টি সাবান কেসে করে চারটি কালো ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল, যার আন্তর্জাতিক বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকা।

অবৈধ এই ব্রাউন সুগার আসল কোথা থেকে? সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসপি বলেছিলেন যে চালানটি মায়ানমার থেকে সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলার সাঙ্গাইকোটের খুয়াংখাই এলাকা দিয়ে আনা হয়েছিল বলে সন্দেহ করা হয়েছে।

তবে তদন্ত চলছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এনডিএন্ডপিএস আইনে চুরাচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token