বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতরকে সুপ্রিম কোর্টের আইনজীবীর আইনি নোটিশ
অনলাইন ডেক্স, ১১ সেপ্টেম্বর, রোববার : বাংলাদেশের ইলিশ হয়তো আর ভারতে পাওয়া যাবে না, কারন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী মাহমুদুল হাসান সেদেশের সরকারকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে সাত দিনের সময় দিয়ে নোটিশ দিয়েছেন।
নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, অন্যথায় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করবে।
কি লিখেছেন তিনি নোটিশের বয়ানে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী মাহমুদুল হাসান লিখেছেন ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে মাছটির অত্যাধিক দামের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী তা কেনার কথা চিন্তাও করতে পারে না।
অন্যদিকে দেশের মধ্যবিত্ত মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি।
বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রফতানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বৃদ্ধি পেয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য পণ্য নয়।
কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অন্যায্যভাবে জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।