শিলচর, ১৭ সেপ্টেম্বর, শনিবার : আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠে গোঠা বিশ্ব। বিশেষ করে সনাতনধর্মী মানুষ যেখানেই আছেন সেখানেই মেতে উঠেছেন দেবশিল্পীর আরাধনায়।
উত্তর-পুরবাঞ্চলের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘলয়, মনিপুর থেকেও গণ আওয়াজের প্রতিনিধিরা দেব শিল্পী বিশ্বকর্মার জাঁকালো আরাধনার সংবাদ পাঠাচ্ছেন।
আবহাওয়া প্রতিকুল থাকায় করোনা রেষ কেটে উঠার পরও দেব শিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠেন ধর্মপ্রান সনাতনিরা।
আসামের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার গ্রাম্য এলাকা দুর্লভছড়া থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয় পালের রিপোর্ট এবার এলাকায় পূজোর সংখ্যা অন্যবারের থেকে বৃদ্ধি পেয়েছে।
বাজারে পুজাসামগ্রী অগ্নিমূল্য থাকা সত্বেও গতকাল ক্রেতাদের উপছেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এবং ডাক-ডোল, আতসবাজি সহ গীতের মাধ্যমে দেবশিল্পীকে নিয়ে আজকের আরাধনার জন্য বিভিন্ন পূজামণ্ডপে নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।
আজ শনিবার সুসজ্জিত মণ্ডপে আরাধনায় মেতে ওঠেন ভক্তপ্রানরা। দুল্লভছড়া এপিডিসিএল-এর কার্য্যালয়ের পূজামণ্ডপে দেব শিল্পী বিশ্বকর্মার আরাধনায় সকাল থেকে ভক্তদের সমাগম দৃষ্টি আর্কষন করে।
দুল্লভছড়া এপিডিসিএল পূজা আয়োজককারী কমিটির সভাপতি এসডিই সত্যব্রত রুদ্র পাল, উপ সভাপতি এফএমইমৌনদ্বীপ বর্মন, সম্পাদক এসএমআর শুভঙ্কর দে, সহ সম্পাদক এফএমই মইনূল ইসলাম, কোষাধক্ষ্য এলএম সঞ্জয় কালোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা দেবশিল্পীর ভক্তদের সেবায় সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
দুল্লভছড়া এপিডিসিএল-এর কার্য্যালয়ের দেবশিল্পীর পূজামণ্ডপে আলোক সজ্জায় ছিলেন স্বাতাধিকারী জয় প্রকাশ বারই এর সারিয়া ডেকারেটার্স।
মূর্তি আনা হয়েছে ফাকুয়া গ্রামের মৃদুল রুদ্র পালের ‘মা শিল্পালয়’ থেকে।
এদিকে লামডিং থেকে গণ আওয়াজ সংবাদদাতা অরূপ মজুমদারের রিপোর্ট আনুসারে রাজ্যের অন্যান্য অংশের সাথে সমান্তরাল ভাবে লামডিং শহর ও শহরতলীতে আজ দেবশিল্পীর আরাধনায় মেতে ওঠেন ভক্তপ্রানরা। লামডিং রেলওয়ে সহ বিভিন্ন সরকারি কার্যালয়, পুলিশ থানা, কলখারখানা গুলোতে সকাল থেকেই বিশ্বকর্মা পূজা উদযাপন করা হচ্ছে।