হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদার, ১৭ সেপ্টেম্বর, শনিবার : হাইলাকান্দিতে আজ জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমেদ লস্করের পৌরহিত শহরের লালা রোড দুই নম্বর ওয়ার্ডের একটি অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত কর্মী সভায় জেলা কমিটির ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
মেহবুব বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তৃণমূল কংগ্রেসে যোগ করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আসমে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আহ্বান জানান।
জেলা যুব তৃণমূল কংগ্রেসের উপ-সভাপতি আইনজীবী মিনার উদ্দিন বড়ভূইয়া, আলিম উদ্দিন মজুদার, সাধারণ সম্পাদক রাকু দাস, বিজয় দাস, প্রসেনজিৎ নাথ, সবুল ইসলাম বড়ভূঁইয়া, বাহারুল ইসলাম ,মাসুক আহমদ মজুদারও বক্তব্য রাখেন।
হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা এলাকায় সক্রিয়ভাবে কাজ করতে সবাইকে নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি মেহবুব আহমেদ লস্কর।
এদিকে যুব তৃণমূলেরর ব্লক কমিটি গঠন করার জন্য কাটলিছড়া বিধান সভা এলাকার ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কমিটির উপ-সভাপতি মিনার উদ্দিন বর্ভুইয়কে।
হইলাকাদি বিধানসভা এলাকার ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কমিটির উপসভাপতি আলিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক সাবুল ইসলাম,বাহারুল ইসলাম ও সম্পাদক আব্দুলল হান্নান সহ মোট চারজনকে।
আলগাপুর বিধানসভা এলাকার ইনচার্জ হিসাবে সম্পাদক মাসুক আহমদ ও ফকর উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।
আগামী এক মাসের মধ্যে প্রত্যেক ব্লক কমিটির খছড়া তৈরি করে সভাপতির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি মেহবুব আহমেদ লস্কর।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে আহ্বান জানিয়ে দলের সর্ব ভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, রাজ্জ্যিক সভাপতি রিপুণ বরা, রজ্জ্যিক যুব তৃণমূল সভাপতি বন্দীপ দত্ত এবং সংসদ সুস্মিতা দেবকে ধন্যবাদ জানান। সভা শেষে তৃণমূল যুব কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি মেহবুব সংবাদ মাধ্যমকে জানান, যেহারে জনগণের সাড়া মিলছে তা প্রমাণ করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল একটা অবস্তানে পৌছতে সক্ষম হবে।