হাইলাকান্দির থেকে মোস্তাফা এ মজুমদার, ১৯ সেপ্টেম্বর : কাচা সুপারি রপ্তানি শুরু না হলে বরাক উপত্যকাজুড়ে আন্দোলনের হুংকার দিল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন, গ্রাম বরাকের অর্থনীতির অন্যতম প্রধান উৎস হচ্ছে সুপারি।
বর্তমানে এই কাচা সুপারির বাজারদাম অত্যন্ত নিম্নমুখি, বার্মিজ সুপারী পাচার বন্ধের নামে স্থানীয় সুপারির গাড়ি পুলিশ জব্ধ করায় ব্যবসায়ীরা সুপারি কেনা বন্ধ করে দিয়েছেন। এতে বেকায়দায় পড়েছেন সুপারি চাষিরা।
কিন্তু এব্যাপারে সরকারের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয় নি, তাই স্থানীয় সুপারির উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে বরাক উপত্যকার কয়েক হাজার চাষীদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে বলে হুংকার দেয় জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।
সাংবাদিক সম্মেলনে যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা এই ইস্যুতে বরাক উপত্যকার সাংসদ বিধায়কদের ভুমিকার তীব্র সমালোচনাও করেন।
তারা প্রশ্ন তোলেন বরাক উপত্যকার বিধায়ক এবং সাংসদরা কেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে স্থানীয় সুপারি রফতানির করছেন না?
বরাকের উন্নয়নে এবং কৃষকদের সমস্যা সমাধানে উপত্যকার বিধায়ক সাংসদরা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেও সমালোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সামারিকোণা আঞ্চলিকের সভাপতি আনোয়ার হোসেন লস্কর, নিশ্চিন্তপুর আঞ্চলিকের সভাপতি হানিফ আহমদ বড়ভূইয়া সহ অন্যান্যরা।