মারা গেলেন চিংফৌ রাজা বিচা নং চিংফৌ

Spread the love

মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : উত্তরপূর্বের একটি পরিচিত নাম ছিল চিংফৌ রাজা বিচা নং চিংফৌ।

তিনি বাৰ্ধক্যজনিত রোগে আক্ৰান্ত হয়ে তিনসুকিয়া জেলার লিডুর ঐতিহ্যবাহী বিচাগাওঁয়ের নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

চিংফৌ সমাজের সাথে সাথে সমাজিক জীবনে বিশেষ অবদানের জন্য খ্যাত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে।

উত্তরপূর্বের মানুষের কাছে তিনি বংশানুক্ৰমে বিচারাজা হিসাবে পরিচিত ছিলেন।

লিডুর ঐতিহ্যবাহী বিচাগাঁওয়ের বাসিন্দা এই বিচা নং চিংফৌ ৭৬ বছর বয়সে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রাজার ধর্ম হল প্রজাকে সমদৃষ্টিতে সমমৰ্যাদা দেওয়া। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সফলভাবে রাজধর্ম পালন করে গেছেন।

তাই তিনি সকলের কাছে প্ৰিয় হয়ে উঠেছিলেন।

বিছারাজারা ছিলেন সহজ-সরল কথাবার্তা এবং ভংগীমার লোক। বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর সমন্বয় সাধনে নেওয়া তাঁর পদক্ষেপগুলো সব সময় মানুষের হ্নদয়ে সমন্বয়ের প্ৰতীক হয়ে থাকবে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token