নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকেও আসাম-মিজোরাম আন্তরাজ্য সীমা বিবাদের সমাধান হলনা। ফের ঝুলে রইল।
দিল্লির আসাম হাউসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আন্তরাজ্য সীমা লায়লাপুর-বাইরেংটির দীর্ঘ বছর থেকে চলে আসা বিবাদের সমাধান বের করতে বৈঠক করেছেন।
দুই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ আশা করেছিলেন এবার হয়তো একটা সমাধান সুত্র বের হয়ে আসবে, কারণ এর আগে প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়েছে, এবার সরাসরি দুই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন।
এছাড়া দুই রাজ্যের শান্তিপ্রিয় নাগরিকদের কেউই চান না কয়েক দশক ধরে চলে আসা সীমান্ত সমস্যা নিয়ে আরও রক্ত ঝড়োক। কিন্তু আজও সেই বৈঠক আসফল হল।
দুই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং জোরামথাঙ্গা দীর্ঘ সময় আলচনার পর সীমান্ত বিরোধ সমাধানের জন্য একটি আঞ্চলিক কমিটি গঠন করে তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠক সম্পর্কে হিমন্ত বিশ্বশর্মা বলেন, সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা কমিটি গঠনের প্রক্রিয়াধীন।
আসাম ও মিজোরামের মধ্যে কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ চলছে, এর পিছনে প্রাথমিক কারণ ছিল যে উভয় রাজ্য পৃথক সীমানা বিধি অনুসরণ করে।
যেখানে মিজোরাম ১৮৭৫ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন (বিইআরএফ) অনুসরণ করে, আসাম সরকার ১৯৩৩ সালের সীমানা বিধি অনুসরণ করে।
বিইআরএফ হিসাবে, মিজোরামের অধীনে আসামের দাবি করা এলাকার বিস্তীর্ণ অংশ রয়েছে। কিন্তু আসাম, মিজোরামের আঞ্চলিক দাবি খারিজ করে সর্বশেষ সীমাবদ্ধতা অনুসরণ করে। এখন এই আশায়ই থাকতে হচ্ছে, দেখা যাক আঞ্চলিক কমিটি গঠন করার পর কোথেকার জল কোথায় গড়ায়।