মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় ৩-০ গোলে বিজয়ী জামালপুর এফসি

Spread the love

প্রধান অতিথি মন্ত্রী পরিমল, সাংসদ রাজদীপ রায়

ধলাই, ২২ সেপ্টেম্বর : মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী হলো জামালপুর এফসি দল। ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় বৃহস্পতিবার বিকালে ধলাই বিএনএমপি স্কুলের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামালপুর এফসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে রংমাই এফসি।

এদিন ফাইনাল খেলা শুরু হওয়ার আগে খাসি, ডিমাসা, নাগা, মণিপুরী সাম্প্রদায়ের পরম্পরাগত নৃত্য পরিবেশন করা সহ ধামাইল নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

উল্লেখ্য মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় মোট ৩২ টি দল অংশ নেয়। খেলা উপভোগ করতে ধলাই বিএনএমপি উচ্চমাধ্যমিক স্কুলের খেলার মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।

শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রাই, কাছাড় জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব, এএসটিসি বোর্ডের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়।

খেলায় অন্যান্যদের মধ্যে ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি সুজন দত্ত, নরসিংপুর ব্লকের বিডিও যাত্রাকান্ত কর্মকার, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাঃ দীলিপ পাল, ধলাই জিপি সভাপতি ভুষন পাল, রুপম সাহা, বিকাশ দাস, চন্দন শর্মা, সাবির আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ফাইনাল খেলার ১৩ মিনিটের মাথায় জামালপুর এফসি এক দর্শনীয় গোলের মাধ্যমে এগিয়ে যায়। প্রথমার্ধে আর কোন গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে, তবে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় আরো একটি গোল করে ২-০ গোলে এগিয়ে যায় জামালপুর এফসি। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সম্মিলিত আক্রমণে আরো একটি গোল করে জয় নিশ্চিত করেন জামালপুর এফসির খেলোয়াড়রা।

শেষে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার, সর্বোচ্চ গোলদাতা সহ বেশকিছু পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া রংমাই এফসি দলের খেলোয়াড়দের রানার্স আপ ট্রফি সহ নগদ দশ হাজার টাকার চেক তুলে দেন সাংসদ রাজদীপ রায় এবং জামালপুর এফসি দলের খেলোয়াড়দের হাতে বিজয়ী ট্রফি সহ নগদ বিশ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রতিযোগিতা শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশু দাস।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token