করিমগঞ্জ, ২২ সেপ্টেম্বর : ঝটিকা অভিযানে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নামের সংগঠনের ১০ জন সদস্যকে গ্রপ্তার করেছে এনআইএ।
রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে গ্রেপ্তার করা পিএফআই নেতারা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।
ধৃতদের আমিনুল হক, আব্দুল রেজ্জাক, কবির হোসেন, নজরুল ইসলাম ভূইঁয়া, রফিকুল ইসলাম, আবু সালেহ আহমেদ, ফারহাদ আলি, খলিলুর রহমান, মুফতি রহমান উন্না এবং বজলুল করিম বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে এনআইএ-এর অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের আজ রাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বদরপুর থেকে আটক বজলুল করিম নামের বছর তিরিশের এক যুবকও রয়েছে।
এদিন কাকভোরে বদরপুর থানাধীন লামাজুয়ার জিপির বিভিন্ন স্থানে পিএফআই সদস্যদের ঠিকানায় সাঁড়াশি অভিযান চালায় এনআইএ ও পুলিশ বাহিনী।
এই অভিযানে লামাজুয়ার থেকে আব্দুল কাইয়ুমের পুত্র বজলুল করিমকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরপরই তাকে গুয়াহাটির উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এছাড়াও এদিন অভিযান চালানো হয় পিআইএফ নেতা বাদেমাইজ গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র ফয়জুর রহমানের ঘরেও। যদিও অভিযানের আঁচ পেয়ে ফজলুর গা ঢাকা দিতে সক্ষম হয়।
তবে নিরাপত্তা বাহিনী গোটা বাদেমাইজ নন্দপুর এলাকায় তার খোঁজে তল্লাশি চালায়। তবে সূত্র মতে, এই তালিকায় লামাজুয়ার জিপির আরো কয়েকজনের নাম রয়েছে। এক মসজিদ শিক্ষকের নামও রয়েছে।
গ্রেপ্তার করা নেতারা ধর্মীয় সংখ্যালঘু জনসাধারণকে বিপথে পরিচালিত করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা করেছিল বলে অভিযোগ। তবে শুধু অসমেই নয়, আজ এনআইএ এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিএফআই-র বিরুদ্ধে অভিযান চালিয়ে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।