শিলচর ২২ সেপ্টেম্বর : গুয়াহাটিস্থ বাংলাদেশ সরকারের সহকারি হাই কমিশনার ডক্টর শাহ মোহাম্মদ তানভীর মনসুর শুক্রবার শিলচর আসছেন।
শনিবার তিনি সকাল সাড়ে দশটায় শিলচরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এবং এরপর চেম্বার অফ কমার্স এবং আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে দেখা করবেন।
শনিবার তিনি প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা সুদৃঢ় করতে শিলচরের জাতীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিট পরিদর্শন করে করিমগঞ্জ চলে যাবেন।
শনিবার করিমগঞ্জে রাত কাটিয়ে রবিবার করিমগঞ্জে চেম্বার অফ কমার্স এবং আমদানি ও রপ্তানি কারীদের সঙ্গে দেখা করবেন।
বাংলাদেশের সহকারি হাই কমিশনার এদিনই সকাল সাড়ে দশটায় করিমগঞ্জ থেকে রওনা হয়ে শিলচর হয়ে গুয়াহাটি চলে যাবেন।