করিমগঞ্জে ভেটেরিনারি হাসপাতালের দুরবস্থা নিয়ে সরব কেসিআই

Spread the love

প্রথমবারের মতো করিমগঞ্জে ‘ডগ শো ‘

জুলি দাস

করিমগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি : ক্যানেল ক্লাব অব ইন্ডিয়া (কেসিআই)-র উদ্যোগে করিমগঞ্জে প্রথমবারের মতো ডগ শো-এর আয়োজন করা হয়েছে।

রবিবার করিমগঞ্জ কলেজের ময়দানে এই শো আয়োজিত হবে। সকাল দশটা থেকে বেলা ২ টা পর্যন্ত শো চলবে।

অনুষ্ঠানটিকে সফল করার জন্য দিন, রাত এক করে মাঠে নেমেছেন আয়োজক কমিটির পদাধিকারীরা।

শনিবার কয়েকবার করিমগঞ্জ কলেজ ময়দানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন তারা। ডগ শো-এর প্রস্তুতি চূড়ান্ত।

বিকেলে বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে সংযোগ দেওয়া হয়েছে অনুষ্ঠানস্থলে। সতর্কতামূলক হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে কুকুর প্রেমিদের সামিল হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কেসিআই-র করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক দ্বৈপায়ন সেন।

   অন্যান্য জায়গায় ক্যানেল ক্লাব অব ইন্ডিয়া থাকলেও করিমগঞ্জে এতদিন ছিল না। ২০২১ সালের সেপ্টেম্বরে কয়েকজন মিলে কেসিআই-এর করিমগঞ্জ জেলা কমিটি গঠন করেন।

এরপর বিভিন্ন দাবিকে সামনে রেখে কমিটির পদাধিকারীরা সোচ্চার হোন।

এর মধ্যে অন্যতম ছিল করিমগঞ্জ ভিটেরিনারি হাসপাতালে ল্যাবরেটরি স্থাপন করা, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগ করা, আলট্রাসনোগ্রাফি এবং এক্সরে মেশিন বসানো, মাল্টিস্পেশালিটি ভিটেরিনারি হাসপাতাল করিমগঞ্জ স্থাপন করা ইত্যাদি।

ওই বছর রাজ্য বাজেটের আগে মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মা জনগণের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইলে কেসিআই-র পক্ষ থেকে উপরোক্ত পরামর্শ দেওয়া হয়।

একইভাবে এই পরামর্শ দেওয়া হয় হৃদয়, স্পর্শ ইত্যাদি এনজিওর পক্ষ থেকে।

কিন্তু ওই বছর রাজ্য বাজেটে রাজ্যের অন্যান্য জায়গায় ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও করিমগঞ্জকে বঞ্চিত রাখা হয়।

২০২২ সালের ২১ জুলাই গুয়াহাটিতে একটি অনুষ্ঠানের ফাঁকে মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবির কথা উল্লেখ করে ফের আরেকটি স্মারকপত্র তাঁর হাতে তুলে দেন কেসিআই-এর করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক।

কিন্তু এরপরও করিমগঞ্জ ভিটেরিনারি হাসপাতালের অবস্থার উন্নতি হয়নি।

সম্প্রতি নতুন করে মাত্র একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। কিন্তু আরও চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এর ফলে পোষ্য পশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন জনগণ।

একটি সূত্রে জানা গেছে, ডা: সুজয় চক্রবর্তীকে আলট্রাসনোগ্রাফি এবং এক্সরে করার জন্য গুয়াহাটিতে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

   কেসিআই-এর করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক দ্বৈপায়ন সেন বলেছেন, করিমগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে অনেক কিছু নেই।

দুরবস্থার কথা মুখ্যমন্ত্রী, পশুপালন মন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমন্বয়ক বিধায়ক কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জানানো হয়েছে।

উত্তর করিমগঞ্জের বিধায়ক বিষয়টি বিধানসভার অধিবেশনে তুলে ধরেছিলেন। সম্প্রতি বিস্তারিত তথ্য নিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত সহায়ক পৃথ্বীশ দাস।

বিধানসভার আগামী অধিবেশনে কৃষ্ণেন্দু পাল বিষয়গুলো নিয়ে সরব হবেন বলে আশা প্রকাশ করেছেন কেসিআই-এর সম্পাদক।

   দ্বৈপায়ন সেন আরো বলেছেন, করিমগঞ্জ কলেজের ময়দানে প্রথমবারের মতো ডগ শো-এর আয়োজন করা হয়েছে। প্রবেশ অবাধ। অর্থাৎ অংশগ্রহণের জন্য কোনো রকমের ফি নেওয়া হবে না।

বিচারক হিসেবে উপস্থিত থাকবেন কেসিআই, শিলচর-এর দুই সদস্য শান্তনু রায় এবং শুভাশিস সরকার। মোট ১১ টি ট্রফি থাকবে। অংশগ্রহণকারী সব কুকুরকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হবে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token