মন, নাগাল্যান্ড, ২১ ফেব্রুয়ারি : ভোটপ্রবণ নাগাল্যান্ডে সোমবার একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর আজ নাগা পিপলস ফ্রন্ট-এর প্রার্থীর ঘর থেকে দু’জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
এরমধ্যে একজনকে পরে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে এবং অপরজনকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চলছে।
মন পুলিশ সুপার টি ইউনিয়েল কিচু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গত রাতে তিজিট বিধানসভা কেন্দ্রের নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) প্রার্থীর ঘর থেকে দু’জনকে অপহরণ করা হয়েছে।
ওই দুই ব্যক্তি দলের সদস্য ছিলেন না, কিন্তু এনপিএফ প্রার্থীর বাড়িতেই ছিলেন।
যে এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে সেখানে একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই ঘটনায় পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছি এবং শীঘ্রই গ্রেপ্তারে আশাবাদী। উল্লেখ্য যে, নাগাল্যান্ড আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ সদস্য বিশিষ্ট নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার চরম পর্যায়ে, ভোট গণনা ২ মার্চ।