ইমফাল, ২৪ ফেব্রুয়ারি : বৈধ কাগজপত্র ছাড়া ২০২২ থেকে ২০২৩-এর ফেব্রুয়ারি পর্যন্ত মায়ানমারের ৩৯৩ জন নাগরিক মণিপুর হয়ে ভারতে প্রবেশকরে, এরমধ্যে একজনকে নির্বাসিত করা হয়েছে।
শুক্রবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর চলাকালীন বিরোধী কংগ্রেস বিধায়ক কে রঞ্জিত সিংয়ের উত্থাপিত প্রশ্নের উত্তরে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই তথ্য জানিয়েছেন।
তাদের মধ্যে ১০৫ জন মহিলা ও শিশুকে মণিপুর হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য ইম্ফল পশ্চিম জেলার সাজিওয়া কারাগারে আশ্রয় দেওয়া হয়েছে।
১০৭ জন সাজিওয়া এবং টেংনুপালের বিভিন্ন কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এবং ১৮০ জন মায়ানমার নাগরিক জামিনে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিবিড় নজরদারির পদক্ষেপ নেওয়া হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৯৪ কিলোমিটার বরাবর ৩৪টি পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে।
মায়ানমারের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া পাঁচটি জেলায় এই ফাঁড়িগুলির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে জানান মুখ্যমন্ত্রী। মায়ানমার সীমান্তবর্তী মণিপুরের এই পাঁচটি জেলা হল, চান্দেল, টেংনুপাল, চুরাচাঁদপুর, উখরুল এবং কামজং।