সুপ্রিয় পাল,দুল্লভছড়া,২৬ ফেব্রুয়ারি : পাথারকান্দি বিধানসভার কুকিতল জিপির পুতনি এম ই স্কূলের আবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হীরেন্দ্র চন্দ্র পাল ১৬ ফেব্রুয়ারি করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার এলাকার শুভানুধ্যায়ীরা তাঁর প্রয়ানে পুতনির শিব বাড়ি কম্যুনিটি হলে এক শোক সভার আয়োজন করেন।
সকলেই প্রয়াত পালের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অবসর প্রাপ্ত শিক্ষক সুনীল চন্দ্র ঘোষ, মন্টু পাল সহ স্থানীয়দের সহযোগিতায় ১৯৫৯ সালে কিভাবে তিনি ছন-বাঁশের স্কুল গৃহ নির্মান করে পাঠদান করেছেন আলোচনা তাও উঠে আসে।
সেই সময় উক্ত এলাকায় কোন স্কুল না থাকায় তৎকালীন পুতনি চা বাগানের ইংরেজ ম্যানেজারও তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
অবসর গ্রহনের পর তিনি সমাজ সেবার পাশাপাশি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী হিসাবে যোগ দিয়ে নিজেকে সমাজ সেবার কাজে ব্রতি করেন।
শোকসভায় প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী হীরেন্দ্র চন্দ্র পালের প্রয়ানে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
এদিনের শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপু পাল, সশীল চন্দ্র পাল, বিশু পাল, সুব্রত পাল, সঞ্জীত পাল, পটল পাল, গৌরাঙ্গ পাল, সুজিত পাল, মঞ্জু পাল, বিন্দু পাল সহ অনেকেই।