শিলচর, ৩ মার্চ : শিলচরের সাংসদ রাজদীপ রায়ের ইস্তফা দাবী করলেন বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।
বিডিএফ নেতা ভারতের যত সাংসদ রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, অকর্মণ্য, নিষ্কর্মা এবং ব্যর্থ সাংসদ কেউ থাকলে সেই সাংসদ হিসাবে শিলচরের সাংসদ রাজদীপ রায়কে তুলে ধরেন।
গত বছর বন্যায় বেতুকান্দির বাঁধ ভেঙ্গে শিলচরের লক্ষ লক্ষ মানুষ জলের তলায় ছিলেন, সেই সময় সাংসদের ভুমিকা ছিল নিষ্ক্রিয় এবং লজ্জাজনক, মুখ্যমন্ত্রী নিজে এসে একথা স্বীকারও করে গেছেন।
এরপর আসাম সরকার বাঁধের স্থায়ী সমাধানে ৫৬ কোটি টাকা মঞ্জুর করে, কিন্তু আমাদের সাংসদের দীর্ঘ দশ মাসের মধ্যে সময় হয়নি কি ভাবে বাঁধের কাজ শুরু করা যায়।
কিন্তু মুখ্যমন্ত্রী ও বন্যা নিয়ন্ত্রন মন্ত্রীর উদ্যোগে আজ মাত্র তিন দিন আগে দরপত্র আহ্বান করা হয়েছে।
এদিকে গ্রীনফিল্ড এয়ারপোর্ট এবং শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের বিষয়েও সাংসদ রাজদীপ রায়ের ব্যর্থতাকে দায়ী করেন।
গ্রীনফিল্ড এয়ারপোর্টের নামে ৪০ লক্ষ চারাগাছ উপড়ে জমি অধিগ্রহণ করলেও বিমান পরিবহন মন্ত্রকের ছাড়পত্র আদায় করতেও ব্যর্থ হওয়ার জন্য দত্তরায় সাংসদ রাজদীপ রায়কেই দায়ী করেন।
একই ভাবে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মুর্তি স্থাপন করার একবছর পরও মহাসড়কের ৩১ কিমি অংশের কাজ না হওয়ার জন্য সাংসদ হিসাবে রাজদীপ ব্যর্থতাকে দায়ী করেন।
তিনি বলেন, অকর্মণ্য, নিষ্কর্মা এবং ব্যার্থতার জন্য রাজদীপ রায়ের সাংসদ পদে থাকার কোন অধিকার নেই, অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।