সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৯ মে : প্রতি বছরের ন্যায় আজ দুল্লভছড়া জিপি রোডের স্থায়ী ১৯ মে বাংলা ভাষা শহীদ বেদীতে পুষ্পার্ঘ ও প্রদীপ প্রজ্বলন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
একাদশ বাংলা ভাষা শহীদ বেদী নির্মাণ সমিতির সম্পাদক কৃষ্ণপদ মালাকার জানান যে সেই সময়কার দুর্লভছড়া ফরেস্ট বিট অফিসার সাদেক আহমেদ চৌধুরী সহ স্থানীয় দিলীপ রঞ্জন দাসের যৌথ প্রচেষ্টায় ২০১১ সালে সরস্বতী বিদ্যানিকেতনের ভূমির উপর বেদীটি নির্মাণ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন প্রবোধকুমার দেব, শিক্ষক সুব্রত পাল, প্রদীপ চন্দ্র দাস, মিহির ভৌমিক, সুবীর পাল, সুপ্রিয় পাল, শচীন্দ্র শর্মা কৃষ্ণপদ মালাকার সহ অন্যান্যরা।
তাছাড়া শহীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি শিক্ষক প্রদীপ চন্দ্র দাস ও আয়ুষ দাস ভাষা শহীদের উদ্দেশ্যে স্বরচিত গান পরিবেশন করেন।