কোন পশুকে রং না মাখাতে আহ্বান জানালো পশুপ্রেমী সংগঠন ‘আশ্রয়’

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ৭ মার্চ : রাত পোহালেই বসন্ত উৎসব। গোটা দেশ মেতে উঠবে রঙের উৎসবে। গ্রামের অলিগলি থেকে শহরের আনাচে-কানাচে চলবে বসন্তের আবাহন।

আবির আর রঙের ছোঁয়ায় ভারী হয়ে উঠবে বাতাস। তবে প্রত্যেক বছর দোল উৎসবে একশ্রেণীর মানুষ রয়েছে, যারা রাস্তার পশুদের গায়ে রং দিয়ে আনন্দ উপভোগ করেন।

যে রং পশুদের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।

পশুপ্রেমী সংগঠন ‘আশ্রয়’ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে, ‘দয়া করে আপনারা কোনো পশুর গায়ে রং মাখবেন না।

কারণ এই রং-এ থাকা কেমিক্যালসগুলো ওদের জীবন কেড়ে নিতে পারে।

আপনার একদিনের খুশি যেন কারোর জীবন কেড়ে নিতে না পারে এ বিষয়ে সচেতন থাকুন।’

আশ্রয়-এর সব সদস্যের পক্ষ থেকে সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে।

অন্যদিকে, সোমবার থেকেই প্রাক দোল উৎসব উদযাপন চলছে করিমগঞ্জে। বিভিন্ন সংগঠন দোল উৎসবের আয়োজন করেছে। জেলাশাসক কার্যালয়ে সোমবার দোল উৎসবে মেতে উঠেন আধিকারিক- কর্মচারীরা। জেলাশাসক মৃদুল যাদবও তাতে সামিল হয়েছিলেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token