গুয়াহাটি, ১২ মার্চ : শিলচর কেন্দ্রীয় কারাগারের ট্রানজিট ক্যাম্প থেকে ৮৭ জন বিদেশী নাগরিকের নির্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
অবৈধভাবে ভারতে প্রবেশ করা এই ৮৭ বন্দীর মধ্যে ২২ জন বাংলাদেশি, ৬৪ জন মায়ানমার এবং একজন সেনেগালের নাগরিক।
গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্দীদের গোয়ালপাড়ায় নবনির্মিত ট্রানজিট ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছিল।
কাছাড়ের এসপি নুমাল মাহাতো জানিয়েছেন, নির্বাসন প্রক্রিয়া সহজ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নির্বাসনের সঠিক তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে, সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট দিয়ে ২২ জন বাংলাদেশী নাগরিকের একটি দলকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল।
এবছরের জুলাই মাসে করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে প্রত্যাবর্তন করা হয়েছিল।
আবার আগস্ট এবং অক্টোবরে দশজন ও আটজন বাংলাদেশী নাগরিককে করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সুতারকান্দি চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল।
অবৈধভাবে দেশে প্রবেশকারী বিদেশী নাগরিকদের নির্বাসন ভারতে একটি চলমান প্রক্রিয়া। সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন রোধে ব্যবস্থা নিচ্ছে।