গুয়াহাটি, ১৬ মার্চ : আসামের হাই স্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলসি) পরীক্ষা ২০২৩-এর সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
একই সঙ্গে তিনি বলেছেন, কেন্দ্রের একজন ইনচার্জ ও তিনজন শিক্ষকসহ মূল অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে।
রবিবার এইচএসএলসি সাধারণ বিজ্ঞান পরীক্ষার হাতে লেখা একটি মডেল প্রশ্নপত্র কিছু পরীক্ষার্থীর কাছে পাওয়া গেছে এবং সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে।
এরপর মাধ্যমিক শিক্ষা বোর্ড (SEBA) ১৩ মার্চের বিজ্ঞান পরীক্ষা বাতিল করে এবং ৩১ মার্চ এই বিষয়ের পরীক্ষার জন্য পুনঃ তারিখ নির্ধারন করে। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়।
শিক্ষামন্ত্রী রনোজ পেগু ও সেবার চেয়ারম্যান আরসি জৈনের পদত্যাগের দাবি ওঠে।