সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৮ মার্চ : উপত্যকায় বাংলা মাতৃ ভাষার আন্দোলনে শিলচর ও করিমগঞ্জ শহরে মাতৃ ভাষার দাবিতে ষাপিয়ে তরতাজা মাতৃভাষা প্রেমীকরা শহীদ হয়েছেন।
মাতৃভাষার দাবীতে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ছাত্র সংগঠনের ১৯৯৬ ইং সালের ১৬ মার্চ কলকলি ঘাটে ৫০১ ঘন্টা রেলরোখ আন্দোলনে অসম সরকারের নির্মম গুলি চালনায় সুদেষ্ণা সিনহার ঘটনা স্থলেই প্রান হারান।
এই দিনটিকে প্রতিবছর বিষ্ণুপ্রিয় মনিপুরীরা ভাষা শহীদ দিবস হিসাবে পালন করে আসছে।
গত ১৬ মার্চ বিষ্ণুপ্রিয় মনিপুরী ২৭তম ভাষা শহীদ দিবস উপলক্ষে দুল্লভছড়া ষ্টেশন রোডে থাকা ভাষাশহীদ সুদেষ্ণা সিনহার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর আত্মার চিরশান্তীর কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপস্থিত ছিলেন সুরজিৎ সিনহা, তপন মূখার্জী, পূন্যব্রত দাস, রমাবালা সিনহা, ব্যাস সিনহা, কমলা যাদব, দেবব্রত সিনহা, অসীম সিনহা, ত্রিপুল সিনহ, অরুন সিনহ, জগদানন্দ সিনহা সহ অন্যানরা।
একই দিনে শ্যামনগরে নিখিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী ষ্টুডেন্ট ইউনিয়ন, গণসংগ্রাম পরিষদ ও মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে ভাষা শহীদ সুদেষ্ণার প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদ দিবস পালন করা হয়।
সভায় বিভিন্ন বক্তা নিজ ভাষার গুরুত্ব ও শহীদের জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি নবপ্রজন্মদের নিজ ভাষার প্রতি গুরুত্ব প্রদানের আহ্বান জানান।
এদিন সন্ধ্যায় অসম সরকারের নিকট বিষ্ণুপ্রিয়া মনিপুরী অটোনমাস কাউন্সিলের দাবিতে এক মশাল মিছিলও বের করা হয়।
মশাল মিছিলের নেতৃত্ব দেন গণ সংগ্রাম পরিষদের উপদেষ্টা রাজ কুমার, অনিল কৃষ্ণ, কমলা যাদব, অসীম সিনহা, রীতা সিনহা, বীর কুমার সিনহা, সুমন রাজকুমার, সঞ্জু শর্মা সহ অন্যানরা।