শিলচর, ২৮ মার্চ : ঘুস নিয়ে এবার হাতে-নোটে গ্রেফতার হল শিলচর ভু-বাসন অধিদপ্তরের মিসবাহ উদ্দিন লস্কর নামের এক পাটোয়ারী।
আজ ভিজিল্যান্স ও দুর্নীতি দমন বিভাগের অধিদপ্তরের গোয়েন্দারা আসামের কাছাড় জেলার শিলচর ভু-বাসন অধিদপ্তরের পাটোয়ারী মিসবাহ উদ্দিন লস্করকে গ্রেফতার করেছে।
জমির নথিতে নাম পরিবর্তন করার জন্য অভিযোগকারীর কাছে ঘুস দাবী করলে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিদপ্তরের গোয়েন্দারা ফাঁদ পাতেন। এই ফাঁদে ধরা পড়ে ঘুসখুর পাটোয়ারী মিসবাহ উদ্দিন লস্কর।
আইপিএস সুরেন্দ্র কুমার টুইটারে জানিয়েছেন, আজ @DIR_VAC_ASSAM-এর একটি দল কাছাড় জেলার শিলচর সেটেলমেন্ট অফিসের পাটোয়ারী মিসবাহ উদ্দিন লস্করকে গ্রেপ্তার করেছে।
এদিন ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন সেলের একটি দল আসামের বারপেটা জেলার লাট মণ্ডলকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে।
বাগবার রাজস্ব সার্কেল অফিসে অভিযান চালিয়ে লাট মন্ডলকে আটক করে দুর্নীতি দমন সেলের একটি দল। অভিযানে আজহার আলী আহমেদ নামের ওই লাট মন্ডলকে ২০,০০০ টাকা ঘুস নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।