জুলি দাস
করিমগঞ্জ, ২৮ মার্চ : রবীন্দ্রসদন কলেজের হোস্টেল পরিচালন সমিতির পক্ষ থেকে এক অভিভাবক সভার আয়োজন করা হয়।
মূলত হোস্টেলের ছাত্রীদের অভিভাবকদের নিয়েই এই সভা হয়।
সভার শুরুতে অধ্যক্ষ ড০ অশোককুমার দাস বলেছেন, পড়াশোনার জন্যই অর্থ ব্যয় করে অভিভাবকরা তাদের সন্তানদের হোস্টেলে পাঠিয়েছেন।
তাই তিনি কলেজের শৈক্ষিক পরিবেশের উন্নয়ন ও ছাত্রীদের সুপরামর্শদানে অভিভাবকদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন।
হোস্টেল সুপার ড০ অপর্ণা ধর হোস্টেলের বিভিন্ন নিয়মনীতি অভিভাবকদের সম্মুখে তুলে ধরেন।
তিনি ছাত্রীদের মধ্যে সৌজন্যমূলক পরিবেশ আরও মজবুত করার জন্যে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।
উপস্থিত অভিভাবকরা এদিন অধ্যক্ষের কথায় সহমত পোষণ করে নিজেদের ব্যক্তিগত মতামতও তুলে ধরেন।
সভায় এছাড়া উপস্থিত ছিলেন হোস্টেল পরিচালন সমিতির আহ্বায়িকা ড০ সারদামণি দাস, অধ্যাপক দেবাশীষ দত্ত চৌধুরী, প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক সূপেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।