জুলি দাস
করিমগঞ্জ, ৩০ মার্চ : সংকটমোচন হনুমান মন্দিরে প্রিন্স সোহম কালচারাল স্কুলের পক্ষ থেকে বসন্ত উৎসবের অঙ্গ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করিমগঞ্জের আড্ডার পক্ষ থেকে অপূর্ব দত্ত, দীপঙ্কর ঘোষ, নির্মাল্য দেব, শ্যামল চৌধুরী, টিংকু রায়, জয়ন্তী নাথ প্রমূখ কবিতা পাঠ করেন।
অপূর্ব দত্ত বসন্ত উৎসব নিয়ে বক্তব্য রাখেন।
অধ্যাপিকা তনুশ্রী ঘোষ বলেন, বসন্ত উৎসব শুরু হয় রবীন্দ্রনাথের পুত্র শমীন্দ্র নাথের হাত ধরে, তিনি নাম দিয়েছিলেন ঋতুরঙ্গ উৎসব।
রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার প্রাক্কালে আশ্রমের সবাই বসন্ত উৎসব করেছিলেন।
নির্মাল্য দাস হোলি সংগীত পরিবেশন করেন, টিংকু রায় পরিবেশন করেন ‘তুমি নির্মলো করো…’ সঙ্গীত।
অপরাজিতা রায়ের ‘ব্রজ গোপী খেলে হোরি…’ গানের সঙ্গে সকলে ধামাইল নৃত্য পরিবেশন করেন।
হনুমান আরতি ও শুকসারি দ্বন্দ্ব দুইটি নৃত্য পরিবেশন করেন মৌমি মহন্ত, নিবেদিতা সরকার, পায়েল মালাকার, রিয়া মালাকার, প্রিয়াঙ্কা মালাকার প্রমুখ।
ইনস্টিটিউটের সম্পাদিকা জয়ন্তী নাথ ও শ্যামল চৌধুরী যৌথভাবে নারী-পুরুষ বিবাদ নিয়ে একটা মজার স্বরচিত কবিতা পাঠ করেন।
সোমদত্তা পাল ‘বসন্ত বহিল সখি…’ নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পী অনিন্দিতা নাগ, রূপালী দাস, অনুপমা দাস সকলেই নৃত্য পরিবেশন করেন।
মন্দির কমিটির সম্পাদক মন্দিরে এ ধরনের অনুষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেছেন।
সবশেষে নারী, পুরুষ সবাই মিলে বর্ণাট্য ধামাইল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।