রাবন বধের পর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম করেছিলেন অকাল বোধন
শংকর শীল, শালচাপড়া, ৩১ মার্চ : কাছাড় জেলার শালচাপড়া জিপিতে এবার থেকে প্রতিবছর সার্বজনীন বাসন্তীপূজা সহ রামনবমী ও নব কুমারীর পূজার উদ্যোগ নিলেন জিপির জনগণ।
পূজা কমিটির লোকজন সহ সাধারণ জনগণ জানান এই বাসন্তী পূজা রাবন বধের পর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম করেছিলেন।
তাই এই দূর্গা পূজা মঙ্গলময় মানসিক পূজা।
এবার রামনবমী উপলক্ষে শালচাপড়া সহ বিশ্বের সব জায়গায় শান্তি ও সুখ সমৃদ্ধির জন্য এই পূজার আয়োজন করা হয়েছে শালচাপড়া জিপিতে।
এবারের মতো এখন থেকে প্রতিবছর শালচাপড়া জিপিতে সার্বজনীনভাবে বাসন্তীপূজার আয়োজন করা হবে বলে জানান জিপির জনসাধারণ কমিটির সদস্যরা।
বাসন্তী পূজার ফান্ডিং-এর ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি বিধু ভূষণ নাথ, সম্পাদক দেবাশীষ পাল, সমাজসেবী শংকর শীল, পুলক নাথ, সুদীপ নাথ, কৃষ্ণ মোহন দাস, স্নেহাশীষ দাস সহ অন্যান্যরা জানান, এবার তারা নিজেদের মধ্যে আয়োজন করেছেন। তবে আগামিতে জনপ্রতিনিধি সহ সকলের সাহায্য পাবেন বলে আশা করছেন।