দার্জিলিং, ৬ এপ্রিল : ৩০ মার্চ রাম নবমীর মিছিলের সময় দুই ব্যক্তির হাতে পিস্তল ছিল, পুলিশ অভিযুক্ত যুবক সুমিত সাভকে জিজ্ঞাসাবাদে পুলিশ বিষয়টি জানতে পারে।
সুমিতের বয়ানের ভিত্তিতে এই মামলায় আরও এক যুবককে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। গ্রেফতার করা ১৮ বছর বয়সী ওই যুবকের নাম আরিয়ান গুপ্তা।
মঙ্গলবার উত্তর হাওড়ার নন্দীবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, এই ঘটনায় অবিনাশ যাদব নামে আরও এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, মুঙ্গেরে পালানোর আগে অভিযুক্ত সুমিত হাওড়ার ফকিরবাগানের বাসিন্দা অবিনাশ যাদব নামে এক যুবককে পিস্তল দিয়েছিল।
সুমিতের নির্দেশেই অবিনাশ পিস্তলটি নন্দীবাগানে আরিয়ানের বাড়িতে পৌঁছে দেয়। মঙ্গলবার আরিয়ানের কাছ থেকে এই পিস্তল উদ্ধার করা হয়েছে।
এরপর তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অবিনাশকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিপি।
যাতে পুরো ঘটনায় তার ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
সিপি বলেন, আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনেকের নাম উঠে আসছে। রাম নবমী মিছিলে বন্দুক মামলার তদন্ত করছে সিআইডি।