বড়খলা ইয়াইরবনে হাইপাওয়ার বিদ্যুৎ লাইনে কজে গিয়ে বিদ্যুৎপিষ্ট শ্রমিক!

Spread the love

গণ আওয়াজ, শিলচর, ১ মে : হাই পাওয়ার লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের ভুলের কারনে প্রাণ হারালেন বড়খলা রামপুরের ঠিকা ভিত্তিক শ্রমিক বিক্রম দাস।

জানা গেছে বিক্রমের বাড়ি বড়খলা রামপূরে, দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের অধিনে কাজ করে নিজের পরিবার প্রতিপালন করে আসছেন।

প্রথম তিনি কাজে যোগ দেন ঠিকাদার বিশ্বজিত দাসের অধীনে, বর্তমানে বিক্রম ঠিকার মিলন বর্মণের অধীনে কাজ করেন।

রবিবার ইয়াইরবন এলাকায় হাই পাওয়ার লাইনে গোলযোগ দেখা দিলে ঠিকাদার মিলন সারানোর জন্য বিক্রমকেই ডাকেন।

তিনি লাইনের কেটে ঠিক করার জন্য উপরে উঠেন এবং কাজ সম্পন্ন করে নীচে নামার আগেই কে বা কাহারা ফিউজ দিয়ে দিলে বিক্রম বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান।

সঙ্গের অন্যান্য শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, বিক্রম শুধু একবার চিৎকার করেছেন, এতে নীচে থাকা সহকারী বুঝতে পারেন বিক্রম বিদ্যুৎ পিষ্ট হয়েছেন।

কে বা কাহারা হাইভলটিজ লাইনের ফিউজ দিয়েছে।

তাই তিনি দৌড়ে ফিউজ-এর এখানে যান এবং ফিউজ কাটেন। এরপর বিক্রমের নিতর দেহ নীচে পড়ে।

আশপাশ এলাকার মানুষ ঘটনা স্থলে জড়ো হয়ে বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধ জনতা গঠনার তদন্ত দাবি সহ বিক্রমের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন দেওয়ার দাবি জানান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।   

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token