শিলচর : মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য বছরের মত এবার ও চমকপ্রদ রেজাল্ট দেখাল টি এইচ গুনমনি একাডেমী।
শিলচর- পয়লাপুর রোডের এই ইংরেজি মাধ্যম বিদ্যালয় টি এইচ গুনামনি একাডেমী থেকে ২৩ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেন।
পাশ করেছেন ২৩ জন ছাত্রছাত্রীই। এর মধ্যে প্রথম বিভাগে পাশ করেছেন ১৫ জন এবং দ্বিতীয় বিভাগে ৮ জন।
এবারের মাধ্যমিকে টি এইচ গুনামনি একাডেমীতে ডিসটিংশন এসেছে ৩ জন, স্টার ১ জন এবং লেটার মার্কস পেয়েছে ১৫ জন ছাত্রছাত্রী ৩৪টি।
পাশের হার ১০০% (শতাংশ)। এছাড়া রাজ্যের মধ্যে ইংলিশে সবচেয়ে বেশী মার্কস পেয়েছেন একাডেমীর ছাত্রী প্রেরনা দেব।
একাডেমীর এই পারফরমান্সের এই তথ্য তুলে ধরে অধ্যাক্ষ গণ আওয়াজকে জানান এবারের এই ফলাফল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ জোগাবে এবং একাডেমী আগামিতে আরও ভালো ফলাফল করতে সমর্থ হবে।
সেই সঙ্গে তিনি ছাত্রছাত্রীদের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন।