মাধ্যমিকে চমকপ্রদ ফল দেখাল হাইলাকান্দির আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল

Spread the love

হাইলাকান্দি : মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য বছরের ন্যায় এবার ও চমকপ্রদ ফলাফল দেখাল হাইলাকান্দি জেলার আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল।

এবার মাধ্যমিক পরিক্ষায় ৩৯ জনের ৩৯ জনই পাশ করেছেন। তারমধ্যে স্টার ৭, লেটার ৬৪। পাশের হার ১০০ শতাংশ।

এতে প্রথম বিভাগে ৩৫ জন দ্বিতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। এনিয়ে আজ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে স্কুল কর্তৃপক্ষ সংবর্ধনা দেন।

 চেয়ারম্যান গুলেনূর হুসেন মজুমদারের পৌরহিত্য আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা।

তারা বলেন বর্তমানে সামাজিক মাধ্যম অনেক ছাত্রছাত্রীকে বিপথগামী করে তুলেছে, তাই সতর্ক হতে আহবান জানান।

এদিকে যারা-মা বাবা কিংবা শিক্ষাগুরুর অবাধ্য হয় তাদের ভবিষ্যৎ একেবারে পঙ্গু হয়ে যায় বলে ও অভিমত প্রকাশ করেন।

তাই মানুসত্ব বজায় রেখে চারিত্রিক গুনাবলী সহকারে ছাত্রছাত্রীরা নিজেদের অবস্থান উপলব্ধি করে উচ্চ শিক্ষা অর্জন করতে গুরুত্ব আরোপ করেন বক্তারা। 

বিশিষ্টদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হামিদ রৌশন লস্কর, এস এস কলেজের অধ্যাপক দিলোয়ার হুসেন খান, আজমল সুপার ফর্টির নুর আহমেদ, অধ্যাপক সাহিদুল চৌধুরী, সিআরসিসি মোসাদ্দেক আহমেদ লস্কর, টাউন হাইমাদ্রসার শিক্ষক আব্দুল হান্নান মজুমদার, রশিদ আহমেদ চৌধুরী, ট্রাষ্টি সামস উদ্দিন মজুমদার প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে এবারের মাধ্যমিক পরীক্ষায় টপ টেন মার্কপ্রাপ্ত জাফর আখতার লস্কর,  আবু রহমান বড়ভূইয়া, আজমল হোসেন লস্কর, আয়েসা সুলতানা লস্কর, জাকারিয়া হোসেন বড়লস্কর, আমিনুল ইসলাম লস্কর, নাজমিন সুলতানা বড়ভূইয়া, ফরজান আখতার, সাহিদ আখতার চৌধুরী ও ফারসিয়া সুলতানাকে প্রশংসা পত্র সহ উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।

টপ টেন ছাড়াও মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন কারিদেরকে সংবর্ধনা জানানো হয়। তাদেরকে জ্ঞান বিজ্ঞান অধ্যয়ন করে জেলা, রাজ্য এবং দেশের সুনাম উজ্জ্বল করতে পরামর্শ দেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token