আগরতলা : সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)ত্রিপুরার মনু থানার অন্তর্গত শিববাড়ি এলাকা থেকে মায়ানমার প্রজাতির ৮৬টি গবাদি পশুকে পাচারের সময় জব্দ করেছে।
বিএসএফ-এর এক আধিকের সুত্রে জানাগেছে এই অবৈধ পাচারের সাথে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে বিএসএফ-এর ত্রিপুরার ১০৫ নং ব্যাটালিয়নের একটি দল ত্রিপুরার ধলাই জেলার মাচালিবাজারের কাছে শিববাড়ির ত্রি-জংশন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল।
ভোর ৪টার দিকে গবাদিপশু বহনকারী গাড়িগুলো লক্ষ্যবস্তু এলাকায় আসে।
বিএসএফ দলটি গবাদি পশু বহনকারী ২০টি যানবাহনকে আটক করেছে এবং এগুলোর নেতৃত্বে থাকা একটি মাহিন্দ্রা স্করপিও সহ ১৮ জনকে আটক করা হয়েছে। জব্দ করা গরুরগুলোর আনুমানিক বাজার মূল্য নয় কোটি টাকার বেশি বলে জানা গেছে। ত্রিপুরায় এই প্রথম এত বড় সংখ্যক চোরাচালান করা গবাদি পশু উদ্ধার হল।