ত্রিপুরায় উল্টো রথে মর্মান্তিক ঘটনায় গাফিলতি স্বীকার ইসকনের! নিরাপত্তায় নতুন কমিটি গঠন

Spread the love

আগরতলা : উল্টো রথে কুমারঘাটে সাতটি নিষ্পাপ প্রাণের করুণ পরিণতি এবং হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন আরও অনেকে।

এই সময়ে ইসকন কর্তৃপক্ষ রথে তাদের গাফিলতির কোথা স্বীকার করে সারা দেশে রথের নিরাপত্তা সহ বিভিন্ন দিক চূড়ান্ত করার জন্য নতুন কমিটি গঠন করেছে।

 আগরতলা কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমবেদনা জানানোর পাশাপাশি সাফাই দিয়েছেন।

তিনি স্বীকার করেছেন, কুমারঘাটে ইসকনের রথ নির্মাণে গাফিলতি হয়েছে এবং কর্তৃপক্ষ অসবধানতা অবলম্বন করেছে।

তাই, এই ঘটনায় ইসকনের তরফে তদন্ত করা হবে এবং কাউকে দোষী পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন যে কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এবং আহতদের আর্থিক সহায়তার চিন্তাভাবনা করছে ইসকন।

খুব শীঘ্রই এবিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তাছাড়া, ওই ঘটনায় নিহতের সন্তানদের শিক্ষার সমস্ত ব্যয়ভার বহনে ইসকন প্রস্তুত রয়েছে।

বামুটিয়া স্থিত ভক্তি বেদান্ত আশ্রম স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশুনা এবং পাঠ্যপুস্তকের সমস্ত খরচ বহন করবে ইসকন।

শ্রীদাম গোবিন্দ দাস এদিন ওই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সাথে তিনি ভবিষ্যতে এমন শুধু ত্রিপুরা নয় সারা দেশে এড়ানো যায় তা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

তাঁর দাবি, ঘটনার পর তিনি কুমারঘাট ছুটে গেছেন, সেখানে হাসপাতালগুলিতে ভর্তি বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছি।

পাশাপাশি নিহতদের পরিবারের সম্পর্কেও খোঁজ নিয়েছি।

তিনি বলেন, ওই ঘটনায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর পরিবারের জন্য দুই বেলা প্রসাদের ব্যবস্থা করেছে ইসকন।

এছাড়া, তাঁদের বিনামূল্যে থাকার জন্য ইসকন মন্দিরে ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর কথায়, মৃত্যু কখনোই কাম্য নয়। তবে, রথে মৃত্যু হয় তা কোন ব্যাপার নয়। তিনি সকলের আত্মার চির শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token