স্কুলের সামন থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গনধর্ষণ! নিহত এক নাবালিকা

Spread the love

দুই পাষণ্ড জাবির-জুবাইর ফাঁসির দাবীতে ডলুতে কয়েক শত জনতার মিছিল

বড়খলা প্রতিনিধি : মোহনপুর অভয়াচরণ এম ই স্কুলের দুই নাবালিকা ছাত্রীকে বিধর্মী দুই পাষণ্ড জাবির ও জুবাইর স্কুলের সামন থেকে অপহরণ করে রোজকান্দী বাগানের জঙ্গঁলের নিয়ে গনধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রাপ্ত খবর অনুসারে গত ৬ জুলাই দুপুরে স্কুলের সামন থেকে নাবালিকাদের অপহরণ করে পাষণ্ডরা।

ধর্ষণের পর নাবালিকাদের অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় বিধর্মী ওই ধর্ষক পাষণ্ডরা।

পরে রোজকান্দী বাগানের সাহেব খবর পেয়ে দুই নাবালিকা মেয়েকে উদ্ধার করে স্কুল কতৃপক্ষদের কাছে সমঝে দেন।

গতকাল রাতে ধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকার শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় কারনে শিলচর ম্যাডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাতেই সে মারা যায়।

এদিকে দুই অপরাধী জাবির ও জুবাইর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকেলে প্রায় শতাধিক বাগান শ্রমিক সহ এলাকার জনগণ মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

এই মিছিল রামপুর থেকে ডলু মহাসড়ক হয়ে ডলু বাজারের সামনে এসে শেষ হয়।

মিছিলে অপরাধী দুই পাষণ্ডের ফাসির দাবি জানানো হয়।

বিষ্ণু বাগদী নামের এক ব্যক্তি সরকারের বেটি বাচাও, বেটি পড়াও-এর উল্লেখ করে বলেন জতসময় এসব পাষণ্ডদের ফাসিতে ঝুলানু না হবে ততদিন সরকারের এই স্বপ্ন বাস্তব হতে পারবে না।

তিনি এই ঘটনায় হিন্দু মহিলারা বিজেপি সরকারের আমলেও যে সুরক্ষা হীন প্রমান করেছে বলেও উল্লেখ করেন।

উপস্থিত আইএমটিসি সদস্য জগদীশ গৌরী দাস সরকারের কাছে হিন্দু মহীলাদের নিরাপত্তা উপর দৃষ্টি দিতে বলেন।

 তিনি বলেন, নারিরা হচ্ছে মা, তাই মাদের উপর এভাবে অত্যাচার হবে আর সরকার কোন ব্যবস্থা নেবেনা তা আমরা কখনও মেনে নিতে থাকতে পারবো না।

প্রয়োজনে আমরা মা দুর্গার রূপ ধারণ করে এসব নরপিচাশ পাষণ্ডদের বধ করব, তাই আমাদের দাবি দুই পাষণ্ডকে অতি শীঘ্র পাকড়াও করে ফাসিতে ঝুলানো হোক।

আধীশক্তি মহীলা সমিতির সম্পাদিকা অপর্ণা ধর উপস্থিত ছিলেন, তিনি তীব্র ভাষায় এই ঘটোনার নিন্দা জানান এবং সরকারেরে কাছে দুই অপরাধীকে তাদের কুকর্মের জন্য ফাসি দেওয়ার দাবি জানান।

বরাক চা শ্রমিক ইউনিয়নের সদস্য তথা সমাজসেবী বিষ্ণুপদ বাগদী, আধীশক্তী মহিলা সমিতির সম্পাদিকা অপর্ণা ধর ছাড়াও নির্মল তেলী, মনি ধুষাধ, রাজদ্বীপ দেব, স্বপন কুর্মী সহ শতাধিক জনগণ মিছিলে সামিল হন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token