রাজনৈতিক দাপটে অপরাধীদের গ্রেফতার করছেনা রাতাবাড়ি পুলিশ, অভিযোগ

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : রাজনৈতিক দাপট ও বাহুবলে ন‍্যায় বিচার থেকে বঞ্চিত আহত দুল্লডছড়া রূপাগ্রামের বাসিন্দা সুনীল কুমার সিনহা এবং অন্যান্যরা।

গত ২৮ মে রূপাগ্রামের বাসিন্দা সুনীল কুমার সিনহা নিজের বাড়ির প্রবেশ পথ মাটি দিয়ে মেরামত করছিলেন।

কিন্ত সেই সময় পাশের বাড়ির হরিপদ সিনহার পূত্র বিকি সিনহা হঠাৎ তাঁর সঙ্গে বাকবাকন্ডিতায় জড়িয়ে  পড়ে হকি স্টীক ও ধাঁরালো অস্ত্র নিয়ে আক্রমণ করে।

এতে সুনীল কুমার সিনহা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আগাত প্রাপ্ত হয়ে গুরত্বর আহত হন। তবে মেরামত করা রাস্তার স্থানটি সুনীল কুমার সিনহার নিজের নয়।

তাঁকে বাচাতে বড় ভাইয়ের ছেলে রোহিত সিনহা এগিয়ে আসলে তাকেও ধাঁরলো অস্ত্র ও হকি স্টিক দিয়ে আগাত করা হয়। এতে গুরুতর রোহিত আহত হয়ে পড়ে।

জানাগেছে রোহিত বিএসসির দ্বতীয় বর্ষের ছাত্র এবং আগামীকাল তাঁর পরীক্ষা, একই ভাবে বিগত বছরেও  মারধর করা হয়েছিল।

কিন্তু রাতাবাড়ি থানায় মামলা করার পরও আইনি কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে জানাগেছে।

কিন্তু ২৮ মে মারপিটের ঘোটনা নিয়ে ফের রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও কোন চিকিৎসা করানো হয়নি বলে আজ অভিযোগ করেন।

পরে দুল্লভছড়া হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়।

সেখান থেকে বাড়িতে ফিরে আসার পর ফের অসুস্থ হয়ে দুল্লভছড়া হাসপাতালে আসেন।

কিন্ত হাসপাতালের ডাঃ অরুন সিনহা তাঁকে শিলচর যাওয়ার পরামর্শ দিয়ে সাংবাদকর্মীদের জানান সিটি স্কেন না করা পয‍্যন্ত উপযুক্ত চিকিৎসা করা সম্ভব নয়।

এদিকে বিকি সিনহা বিধায়ক বিজয় মালাকারের স্নেহধন্য হওয়ায় রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হলেও অভিযুক্তরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ ন্যায় পালনের শফত নিয়ে দাবার গুটির মত রাজনীতির দাদাদের গুটিতে পরিণত হয়ে দুষিদের গ্রেফতার না করে ছাড় দেওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে বার বার এভাবে আক্রমনের শিকার হয়ে গোটা পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে মূখ‍্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে ন‍্যায় বিচারের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারের সদস‍্যারা। আজ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান লিলি সিনহা, রঞ্জিতা সিনহা, অঞ্জলি সিনহা, অঞ্জনা সিনহা, রঞ্জু সিনহা, শিক্ষা সিনহা, অলোক সিনহা, রুোয়ন সিনহা এবং অরুন্ধতী সিনহারা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token