পিএনসি, শিলচর : সংস্কৃত ভারতী পূর্বোওর ভারত এবং দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে মঙ্গলবার থেকে ১২ দিনের একটি আবাসীয় শিবির চালক প্রশিক্ষণ শুরু হয়েছে।
তারাপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত এই কার্যক্ৰমে উপস্থিত ছিলেন সংস্কৃত ভারতী পূর্বোওর ভারত ন্যাসের অধ্যক্ষ মাননীয় ড০ শঙ্কর ভট্টাচার্য এবং দক্ষিণ অসম প্রান্তের অধ্যক্ষ তপোময় ভট্টাচার্য৷
মুখ্য অতিথি হিসাবে ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যক্ষা ড০ স্নিগ্ধা দাস রায় এবং বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুলচন্দ বৈদ ৷
এছাড়াও তাদের সঙ্গে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিডিসি বিভাস দেব ৷
অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রান্ত প্রচার প্রমুখ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড০ গোবিন্দ শর্মা ৷
অন্যান্যদের মধ্যে বর্গ পালক অধ্যাপক শান্তি পওখরএল, প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী , প্রান্ত সম্পর্ক প্রমুখ ড০ কেশব লুইটেল, নিধুভূষন দাস সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিলচর গুরুচরণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ড০ সন্ধানী নাথ৷
কার্যক্রমে সংস্কৃত শিক্ষার সাথে এনইপি-এর যে সম্বন্ধ তা মুখ্য অতিথি ড০ স্নিগ্ধা দাস রায় তার ভাষণে তুলে ধরেন ৷
সংস্কৃত শাস্ত্রাদি পাঠের মাহাত্ম এবং সে ভাষা সকলের জানা উচিত বলেন বিশিষ্ট অতিথি মুলচন্দ বৈদ৷
উল্লেখ্য, সংস্কৃত ভারতী দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ, পত্রাচার পত্রের মাধ্যমে সংস্কৃত পাঠ্যক্রম, সাপ্তাহিক মিলনের মাধ্যমে নিঃশুল্কে সংস্কৃত ভাষার নিরন্তর প্রচার ও প্রসারের অসমের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে ৷