রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কিছু সংখ্যক চিকিৎসকের ভুমিকা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠতে দেখা যায়।
ভুল চিকিৎসা বা চিকিৎসকের গাফিলতির কারনে ভুক্তভোগী জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভও ব্যক্ত করেন ।
আজ তেমনই এক গুরুতর অভিযোগ উঠেছে করিমগঞ্জের এক বেসরকারী হাসপাতাল নিউ লাইফ লাইন হপিটাল এন্ড রিচার্স সেন্টারের বিরুদ্দে।
ভুল চিকিৎসার কারনে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগ করেন ভুক্তভোগী মাতাপিতা।
কি কারণে ও কিভাবে শিশুটির মৃত্যু হয়? শিশুর পিতামাতার অভিযোগ ভুল ইনজেকশনে তাদের শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
শুধু তাই নয় হসপিটালের কর্মীরা নিহত শিশুর মায়ের উপর হাত তুলার এমনকি পুলিশ লেলিয়ে সায়েস্তা করার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন।
এনিয়ে আজ চরম উত্তেজনার বিরাজ করে এই হাসপাতালে।
চিকিৎসকদের মানুষ যেখানে দ্বিতীয় ভগবান হিসাবে বিচার করেন, সেখানে এসব চিকিৎসকরা খসাইর রূপ ধারণ করে কিভাবে সাধারণ মানুষের পকেট কাটছে এবং যমরাজ হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে তা নিহত শিশুর মা বাবার ভাষ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে।
তাদের শিশুটির কিভাবে মৃত্যু হল? সংবাদমাধ্যমের কাছে কি তথ্য তুলে ধরলেন শিশুটির পিতামাতা এই ভিডিওটি দেখে নেওয়া যাক…