সুপ্রিয় পাল, দুল্লভছড়া : সরকারি জমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার ভেটারবন্দ জিপির মনিষ্যপুর গ্রামে চালানো হল বোলডোজার অভিযান।
রামকৃষ্ণনগর সার্কল অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীর উপস্থিতে চলে এই উচ্ছেদ অভিযান।
সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা জানান, সরকারি নির্দেশে ভূমি দখল মুক্ত করতেই এই পদক্ষেপ এই অভিযান চালানো হয়, তবে এতে ১০টি পরিবারের নাম তালিকায় রয়েছে।
অন্যদিকে ভিটে হারানো পরিবারের সদস্যরা বলেন বুধবার বিকেল ৪টায় তাদেরকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে।
এই ভুমি বর্মন সম্প্রদায়ের নিকট থেকে ক্রয় করে ৫০ বছর থেকে বসবাস করে আসছেন।
আর আজ বৃহস্পতিবার তড়িগড়ি করে উচ্ছেদ অভিযান চালানো হল, দীর্ঘ বছরের জমানো আসবাব পত্র কিছুই তারা বাচাতে পারেনি।
তারা তাদের মাথা গোজাড় টাইয়ের জন্য মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে করুন আবেদন জানিয়েছেন।